দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজরে ভয়াবহ অগ্নিকান্ডের একটি বসত ঘর সম্পপূর্ণ ভস্মিভূত হয়েছে। এসময় আগুনের লেলিহান শিখায় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা আংশিক পুড়ে গেছে। সোমবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে রনজিৎ কর্মকারসহ দুই জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে রনজিৎ কর্মকার এর বঘত ঘরের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরন ঘটে আগুন ছড়িয়ে পরে বসত ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে রয়েছে। বালিয়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইসমাইল হোসেন জানান, রনজিৎ কর্মকার রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে অন্তত তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বসত ঘরে মালিক রনজিৎ কর্মকার জানান।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.