দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : ঔরষজাত কর্মক্ষম ছেলে টমটম চালক বেল্লাল হাওলাদারের বেধড়ক মারধরে জখম হয়েছেন বাবা শ্রমজীবী ও জেলে সুলতান হাওলাদার। হতবাক হয়ে অসহায় বাবা প্রতিকার চেয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার বাদুরতলী গ্রামের ঘটনা। রোববার দুপুরে থানায় দেয়া অভিযোগে সুলতান হাওলাদার বলেছেন, ২৯ জুন দিবাতগত রাত আনুমানিক ১১টায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বেল্লাল বাড়িতে গিয়ে তাকে গালাগাল করতে থাকে। এর প্রতিবাদ করায় লোহার রড দিয়ে পেটানো হয়। ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। তার ছেলে বেল্লালকে তিনি গাজা, মদ, ইয়াবা সেবনকারী বলে অভিযুক্ত করেছেন। ওই রাতে পড়শিদের হস্তক্ষেপে রক্ষা পেয়েছেন। কিন্তু এখন ভীতসন্ত্রস্ত হয়ে থানায় প্রতিকারের আশায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত বেল্লাল হাওলাদার জানান, তার বাবার মাথায় সমস্যা আছে। মারধরের অভিযোগ ঠিক নয়। তার বাবা কখনও ঘরের মালামাল নিজেই পিটিয়ে ভেঙ্গে ফেলে। আপনারা তদন্ত করে দেখতে পারেন। কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.