অনলাইন ডেস্ক : কিছুদিন হবে সামাজিক মাধ্যমে নগ্ন ছবি পোস্ট করা নিয়ে তুমুল সমালোচনায় পড়েন টেলিভিশন অভিনেত্রী সারা খান। দুর্দশার রেশ না কাটতেই নতুন করে বিকিনি ছবি শেয়ার করলেন কটূক্তির শিকার হলেন এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন হবে গোয়ায় ছুটি কাটাতে সপরিবারে গেছেন সারা। গতকাল নিজের ইন্সটাগ্রামে সুইমিং করা সময় তার বেশ কয়েকটি বিকিনি পরা ছবি শেয়ার করেন। ইতিমধ্যেই যা ঝড় তুলেছে মিডিয়ায়।
খোলামেলা পোশাকে একাধিক ছবির পাশাপাশি কয়েকটি ভিডিও শেয়ার করেন সারা। সেখানে কখনও সুইমিং পুলে মায়ের সঙ্গে আবার কখনও বোনের সঙ্গে আলিঙ্গন অবস্থায় দেখা যায় তাকে। এ সময় ‘গার্লস গ্যাং’লিখা একটি ছবিতে একাধিক বিকিনি পরিহিত নারীর সঙ্গে সারাকেও দেখা যায়।
এর আগে একটি ইভেন্টের কাজে শ্রীলঙ্কায় যান সারা। সেখানে হোটেল রুমের বাথটাবে সারার নগ্ন দৃশ্য ধারণ করা একটি ভিডিও ছোট বোন আপলোড করেন ইনস্টাগ্রামে। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। যদিও ওই ভিডিও ভাইরাল হওয়ার পর সারা পাল্টা দাবি করেন, তাঁর বোনের ভুলের জন্যই ওই ধরনের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়।