দর্পণ ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি মা হতে যাচ্ছেন। সোমবার নিজেই এই তথ্য জানিয়েছেন মাহি। মা হওয়ার খবর জানিয়ে মাহি বলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’ ভক্ত-অনুরাগীসহ সবার কাছে দোয়া চেয়ে জনপ্রিয় এ চিত্রনায়িকা বলেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি৷ বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন এ নায়িকা।
তার আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। গত বছর তাদের বিবাহ-বিচ্ছেদ হয়। এ ঘরে কোনো সন্তান নেই মাহির।