দর্পণ ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপে সাবিনা খাতুনের হ্যাটট্রিকে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে আসরটির সেমিফাইনালে ওঠার পথ আরও সহজ হলো বাংলাদেশের।এর আগে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ নারী দল।
শনিবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নাম বাংলাদেশ। যেখানে সাফে পাকিস্তানের বিপক্ষে প্রথম মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।
এদিন প্রথমার্ধেই পাকিস্তানের জালে ৪ গোল দেন সাবিনারা। খেলার মাত্র তৃতীয় মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা। এর প্রায় ২৫ মিনিট পর সিরাত জাহান স্বপ্না ব্যবধান দ্বিগুণ করেন। পরের ১০ মিনিটের মধ্যে জোড়া গোল করেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। মনিকা চাকমার পাসে আলতো শটে বল জালে জড়ান সাবিনা খাতুন। আর পরে সানজিদা আক্তার ক্রস নিলে পোস্টের ঠিক সামনে থেকে নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। আর দলের হয়ে আরও একটি গোল করেন ঋতুপর্ণা।