দর্পণ ডেস্ক : সাময়িক উত্তেজনার কারণে হুটহাট করেই কখনও কখনও মারামারি বেঁধে যেতে পারে। তবে প্লেন চালানোর সময় মাঝ আকাশেই যদি দুই পাইলটের মধ্যে মারামারির ঘটনা ঘটে, সেটিও আবার ককপিটের মধ্যেই, তাহলে! জেনেভা থেকে প্যারিসে যাওয়ার পথে মাঝ আকাশে ককপিটে মারামারি করেছেন দুই পাইলট। চলতি বছরের জুন মাসের এ ঘটনার জেরে তাদের দুজনকেই বরখাস্ত করেছে এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ।
গার্ডিয়ান জানিয়েছে, এয়ার ফ্রান্স গতকাল রবিবার তাদের বরখাস্তের খবর জানিয়েছে। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পাইলট ও কো-পাইলট। একপর্যায়ে একে অপরের শার্টের কলার ধরেন এবং মারামারিও শুরু করেন তারা। শেষ পর্যন্ত কেবিন ক্রুদের হস্তক্ষেপে মারামারি থামে। তবে আবারো ঝামেলা যেন না হয়, সেজন্য একজন কেবিন ক্রু বাকি পথ পাইলটদের সঙ্গে ককপিটেই ছিলেন। এয়ার ফ্রান্সের একজন কর্মকর্তা জানান, পাইলটদের মারামারি সত্ত্বেও ফ্লাইটটি নিরাপদে গন্তব্যে পৌঁছায়। গত বুধবার ফ্রান্সের বিমান তদন্ত সংস্থা বিইএ’র এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ফ্রান্সের কিছু পাইলটের নিরাপত্তা প্রোটোকল অনুসরণে কঠোরতার অভাব রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পরেই পাইলটদের মারামারির খবর সামনে আসে। সূত্র : গার্ডিয়ান।