দর্পণ ডেস্ক : সপ্তাহান্তে ধুমধাম করে বিয়ে করলেন হলিউডের জনপ্রিয় জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। গত জুলাই মাসে সকলের অজান্তে লাস ভেগাসের এক ছোট্ট চ্যাপেলে তারা আগেই বিয়ে সেরে ফেলেছিলেন। অবশ্য দ্বিতীয়বার বিয়েটা হল দু’পক্ষেরই আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবের উপস্থিতিতেই। তিন দিন ধরে চলেছে উদযাপন। কিন্তু তারই মাঝে আমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন অসুস্থও হয়ে পড়ে এবং বিয়েবাড়ি থেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়ে অ্যাম্বুলেন্সে। বেন এবং জেনিফারের প্রেমকাহিনি অনেকটা হলিউডের রোমান্টিক ছবির মতোই। ২০০১ সালে তাদের প্রথম আলাপ ‘গিগলি’ ছবির সেট-এ। গড়ে ওঠে গভীর সম্পর্ক। ২০০৪ সালে বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তার পর দুজনেই যে যার পথে চলে যান। বিয়েও হয় অন্যত্র। কিন্তু দুজনেরই সে বিয়েগুলি টেকেনি। ২০২১ সালের মে মাসে তাদের ফের একসঙ্গে ঘুরতে দেখে সম্পর্কের আঁচ করেন সকলে। তারাও অবশ্য খুব একটা লুকোছাপা করেননি। একসঙ্গে বেড়াতে যাওয়া, সমুদ্রসৈকতে ঘোরা, প্রকাশ্যে চুমু, হাতে হাত ধরে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে ঘোরা- সব দেখে বোঝাই যাচ্ছিল তারা ফের মন দিয়ে ফেলেছেন একে অপরকে। জুলাই মসে সকলকে চমকে দিয়ে বিয়ে করেন তারা। বেন-জেনিফারের ঘনিষ্ঠরা বহু আগে থেকেই আভাস দিয়েছিলেন যে, দুজনে এবার বিয়ের কথা ভাবছেন। লাস ভেগাসে গিয়ে মুহূর্তের উন্মাদনায় দুজনে বিয়ে করে ফেলেন। তারপর সকলকে নিয়ে ধুমধাম করে আরও এক বার বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু সম্প্রতি বেনের মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। মায়ের জন্য দুশ্চিন্তায় একের পর একে সিগারেট খেতে আর হাসপাতালের বাইরে বিভ্রান্তের মতো ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বেনকে। অনেকে ভেবেছিলেন, হয়তো বিয়ের উদযাপন এবার পিছিয়ে যাবে। তবে তা হয়নি। যথাসময়ে দুজনে আনুষ্ঠানিক ভাবে ফের বিয়ে করলেন।