দর্পণ ডেস্ক : মায়ানমারকে বাদ রেখেই কম্বোডিয়ার রাজধানী নমপেনে শুরু হয়েছে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এই সম্মেলন থেকে মায়ানমারের সামরিক জান্তাকে সাবধান করা হয়েছে। বলা হয়েছে, যদি সেখানকার জেনারেলরা আর কোনো রাজনৈতিক বন্দিকে ফাঁসি দেয়, তাহলে সহিংসতা বন্ধে মায়ানমারের সঙ্গে যে পরিকল্পনা চুক্তি হয়েছিল, তা পুনর্বিবেচনা করবে আসিয়ান। এতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, মায়ানমারের সংকট থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক যে প্রভাব এসেছে, তাতে আসিয়ানের ঐক্যের প্রতি চ্যালেঞ্জ জানানো হয়েছে। এর ফলে অর্থনৈতিক এবং মানবিক সংকট সৃষ্টি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ সদস্য দেশকে নিয়ে গড়ে উঠেছে আসিয়ান। এর সদস্য মায়ানমারও। গত এপ্রিলে মায়ানমারের দিকে কথিত ‘ফাইভ-পয়েন্ট কনসেন্সাস’ ঠেলে দেয় আসিয়ান। গত সপ্তাহে মায়ানমারে গণতন্ত্রপন্থি চারজন অধিকারকর্মীর ফাঁসিরও সমালোচনা করেছে আসিয়ান। নমপেনে সম্মেলন শুরু হলেও এতে মায়ানমারের সামরিক প্রতিনিধির উপস্থিতি নিষিদ্ধ করে তারা।
হুন সেন বলেন, যদি আর কোনো বন্দিকে ফাঁসি দেয়া হয়, তাহলে আমরা আমাদের ভূমিকা ও আসিয়ানের ‘ফাইভ পয়েন্ট কনসেন্সাস’ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবো। আসিয়ানের বর্তমান চেয়ার তিনি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.