ছবি: প্রতীকী

বুধবার (২০ জুলাই) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যে তীব্র গরমের মধ্যে সাতার কাটতে গিয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

ব্রিটিশ মন্ত্রী কিট মল্টহাউস পার্লামেন্টে বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে নদী, জলাধার ও হ্রদে সাঁতার কাটতে গিয়ে ওই ১৩ জন প্রাণ হারিয়েছেন – তাদের মধ্যে সাতজন কিশোর।

এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মঙ্গলবার লন্ডন ফায়ার ব্রিগেড তাদের সবচেয়ে ব্যস্ততম দিনটি পার করেছে। যুক্তরাজ্যে ওই দিন সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যা দেশটির ইতিহাসে রেকর্ড।

আরো পড়ুন>> 

তাপপ্রবাহের কারণে দেশের কয়েকটি স্থানে শুকনো ঘাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীতে কয়েক ডজন সম্পত্তি ধ্বংস হয়েছে এবং সড়ক ও রেললাইনের পাশের শুকনো তৃণভূমিতে আগুন ধরেছে।

লন্ডন থেকে উত্তর ইংল্যান্ডগামী অনেক ট্রেনের যাত্রা বুধবার বিলম্বিত বা বাতিল করা হয়েছে। কারণ আগুনের উত্তাপে ভারী ট্রেনের লাইনগুলো আটকে গেছে।