অনলাইন ডেস্ক

স্পেনের বিপক্ষে রোনালদো যা করেছেন সেটাকে মহাকাব্যের সঙ্গে তুলনা করলেও কম হয়ে যায়। গোটা স্পেন দলের বিপক্ষে একাই লড়াই করে ম্যাচ বাঁচিয়ে দেন সিআরসেভেন। স্পেনের বিপক্ষে খেলা বলে ড্রটাকেই জয়ের মতো মনে করেছে পর্তুগিজরা। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসির কাছে রোনালদোর মতোই অসাধারণ পারফরম্যান্স আশা করছিলেন আর্জেন্টাইনরা। রোনালদোর মতো তো পারলেনই না, উল্টো মেসির পেনাল্টি মিসের খেসারত দিল সাদা-আকাশি শিবির। ‘পুচকে’ আইসল্যান্ডের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এই ড্র তো আর্জেন্টিনার কাছে হারের সমানই!
আগুয়েরোর গোলে শনিবার প্রথমে লিড নিয়েছিল আর্জেন্টিনাই। এরপর অনেকে ভাবছিলেন, সৌদি আরবের মতো আইসল্যান্ডও হয়তো গোলবন্যায় ভেসে যাবে। তবে ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে কয়েক মিনিট পরেই সমতায় ফেরে গত ইউরোতে চমক জাগানিয়া দল আইসল্যান্ড। এরপর নিজেরা গোল না পেলেও মেসি-ডি মারিয়াদের গোল করতে দেয়নি বিশ্বকাপে ক্ষুদ্রতম জনসংখ্যার দেশটি।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার গোল করার সুযোগ পায় আর্জেন্টিনা। সবচেয়ে সহজ সুযোগটি মেসি পান ৬৪তম মিনিটে। পেয়ে গেলেন পেনাল্টি। শট নিতে এলেন মেসি। তবে বার্সা তারকার শটটা ঠেকিয়ে দিলেন আইসল্যান্ড গোলরক্ষক হামেস হলডারসন। এরপর আইস দুর্গে বারবার আঘাত হেনেও গোল করতে ব্যর্থ হন মেসি-পাভনরা। ম্যাচ শুরুর আগে যাকে নায়ক ভাবা হচ্ছিল, ম্যাচ শেষে সেই মেসিই বনে গেলেন ভিলেন।
বিশ্বকাপের শুরুতেই রোনালদোর কাছে হারতে বসেছেন মেসি। স্পেনের বিপক্ষে গোলমুখে মাত্র চারটি শট নিয়ে তিনটিকেই গোলে পরিণত করেন রোনালদো। অন্যদিকে আইসল্যান্ডের বিপক্ষে ১১টি শট নিয়েও একটি গোল করতে পারলেন না মেসি!