চট্টগ্রামের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাদের অধিকাংশই ফিরে গেছেন নিজ এলাকায়। সেখানেই দলের নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও সাধারণ মানুষের সঙ্গে করবেন ঈদ উদযাপন।
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যুক্তরাজ্যে রয়েছেন। ২৯ জুন পারিবারিক কাজে লন্ডন যান তিনি। আগামী ২৩ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস গ্রামের জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি দেবেন। এরপর দিনভর বাড়িতে থেকে এলাকাবাসী ও দলের নেতাকর্মীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে রাতে নগরের বাসায় ফিরবেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ঈদুল ফিতরের সময় ওমরা পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা শরীফে অবস্থান করলেও এবার দেশেই রয়েছেন। শহরে ঈদের নামাজ আদায়ের পর দিনভর সার্সন রোডের বাসভবনে থাকবেন তিনি। নগরের বাসার পাশাপাশি নিজের গ্রামের বাড়ি আনোয়ারায়ও পশু কোরবানি হবে। সন্ধ্যায় তিনি নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নগরের চশমা হিলের মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর চশমা হিলে বাবা চট্টগ্রামের গণমানুষের নেতা প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও অন্যান্য মুরুব্বিদের কবর জিয়ারত করবেন এবং পশু কোরবানি দেবেন। সন্ধ্যায় দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী নগরের বহদ্দারহাটের পারিবারিক মসজিদ বহদ্দার শাহী জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নামাজের পর বাবা-মা ও মুরুব্বিদের কবর জিয়ারত করবেন এবং পশু কোরবানি দেবেন। এরপর বেরিয়ে নগরের বিভিন্ন স্পটে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ময়লা অপসারণ হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণ করবেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী নগরের পল্টন রোডের বাসভবনের পাশের মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর পশু কোরবানি দেবেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি আন্দরকিল্লার কদম মোবারক মসজিদের পাশে বাবাসহ আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন। এরপর বাসায় ফিরে পশু কোরবানি এবং পরবর্তীতে দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালখালী আসনের এমপি মোছলেম উদ্দীন আহমদ জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর নগরের লালখান বাজারের বাসভবনে পশু কোরবানি দেবেন। পরদিন তিনি নিজ গ্রাম বোয়ালখালী উপজেলার কধুরখীল গিয়ে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম প্রতিবারের মতো এবারো নিজগ্রাম হাটহাজারী উপজেলার পূর্ব শিকারপুর চান মসজিদ ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে সেখানে পশু কোরবানি দেবেন এবং পরবর্তীতে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।