ফাইল ছবি

নিহত মোটরসাইকেল আরোহী ময়নুল ইসলাম উপজেলার গোপালপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে। এ ঘটনায় মিনা খান (৪০) নামে অপর একজন আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার করতোয়া নদীর শালিকাদহ ঘাট থেকে বালুবোঝাই করে একটি ট্রাক্টর বলগাড়ী রাস্তা দিয়ে ডুগডুগিহাট বাজারের দিকে যাচ্ছিল। একই সময় ওই রাস্তা দিয়ে একটি মোটরসাইকেলে দুইজন আরোহী শালিকাদহ যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি জালাপাড়া (হিন্দুপাড়া) এলাকায় পৌঁছালে ট্রাক্টর চাপা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী সড়কে পড়ে যান।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক ময়নুল ইসলামকে রংপুর মেডিকেলে পাঠান। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, বিষয়টি আমার জানা নেই এবং এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।