এদিকে একটি সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানিয়েছে, শুক্রবার সকালে রাশিয়ান শহর রিয়াজানের কাছে অবতরণের সময় ইল্যুশিন আইএল-৭৬ মডেলের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয় এবং এরপরই এটিতে আগুন ধরে যায়।
আরো পড়ুন:
এটি আরো জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ওই প্লেনটিতে মোট ৯ জন আরোহী ছিলেন এবং তাদের মধ্যে তিন জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় বাকি ৬ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ইন্টারফ্যাক্স।
বিধ্বস্ত ওই প্লেনটি কোন সংস্থা পরিচালনা করেছিল তা স্পষ্ট নয় বলেও জানানো হয়েছে।