ফাইল ফটো

গ্রেফতাররা হলেন-  মো. আমিনুল ইসলাম বাবু ওরফে মো. সুমন ইসলাম বাবু ওরফে মো. সাইফুল ওরফে মো. বাবু ওরফে মো. সুমন,  মো. সজল সিদ্দিক, দেলোয়ার হোসেন ওরফে পরশ পাঠান ওরফে মো. পলাশ ওরফে দীপু ওরফে মানিক ওরফে দেলোয়ার হোসেন পরশ ওরফে কালা মানিক, মো. সাইফুল ইসলাম, মো. হাসান, মো. আমির আলী ও  মো. লিটন মিয়া।

উত্তরা পশ্চিম থানার ওসি শাহ  মো. আকতারুজ্জামান ইলিয়াস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন উত্তরা পশ্চিম থানার ১৩নং সেক্টর এলাকায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে  ১টি প্যাডেল চালিত রিকশা, ১টি চাপাতি, ৪ টুকরা নাইলনের রশি ও ৩টি চাকু উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, অপর এক অভিযানে ৭নং সেক্টর এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে হাসান, আমির ও লিটনকে গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ২টি প্যাডেল চালিত রিকশা, ১টি চাপাতি, ৪ টুকরা  নাইলনের রশি ও ১টি কাটার নাইফ উদ্ধার করা হয়।  তারা সকলে সালাম পার্টির সদস্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

গ্রেফতাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় পৃথক মামলা করা হয়েছে।