জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড দল বিটিএস ভেঙে গেছে মর্মে কিছু কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, খবরটি সত্য নয়। মূল ব্যান্ড অক্ষুন্ন রেখেই সদস্যরা নিজেদের ব্যক্তিগত ক্যারিয়ারে বেশি মনোনিবেশ করার পরিকল্পনা করছেন।
উল্লেখ্য, বিটিএস ব্যান্ডটি গড়ে উঠেছিল ২০১০ সালে। গত কয়েক বছরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল ব্যান্ড বলা যায় এটিকে। এ পর্যন্ত তাদের অ্যালবামের কপি ৩২ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে। গানের পাশাপাশি তারা মানবিক ও সামাজিক নানান কার্যক্রমে সক্রিয়।
নোট: দেশীয় গণমাধ্যমগুলো বিটিএস ভাঙ্গার খবর প্রকাশিত করে। এরপরে বিটিএস ভক্তদের মধ্যে এমন বিভ্রান্তি ছড়িয়ে পরে ‘সত্যিই কি ভেঙ্গে যাচ্ছে বিটিএস’? কিন্তু পরবর্তীতে ফ্যাক্টওয়াচের প্রতিবেদন থেকে জানা যায় প্রকাশিত খবর ভিত্তহীন। এরপরে আমরা সংবাদ সংশোধন করেছি।