ছবি: সংগৃহীত

শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এটি ছিল খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠান। তবে এ ঘটনাকে মিথ্যা দাবি করেছেন জায়েদ খান।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই চিত্রনায়িকা মৌসুমিকে বিরক্ত করছেন চিত্রনায়ক জায়েদ খান। বিষয়টি নিয়ে বিরক্ত ওমর সানি। তাই ডিপজলের ছেলের বিয়েতে এসেই জায়েদ খানকে খোঁজেন ওমর সানি।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, “আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব করতে তোরে (জায়েদ খান) না নিষেধ করছি। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।”

এরপরই জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করেন। জোরে জোরে চিৎকার করে বলেন, “গুলি করে দেব।” ওমর সানী পাল্টা জায়েদ খানকে বলেন, “গুলি তোর …(প্রকাশ অযোগ্য)। তুই আমারে চিনস, আমি ওমর সানী।” 

খন ডিপজলসহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী সোফায় বসা থেকে দাঁড়িয়ে যান।  এরপর গাড়ি চালিয়ে বের হয়ে যান ওমর সানী। সাড়ে নয়টার দিকে ঘটনা ঘটেছে। ওমর সানী বের হওয়ার আধা ঘণ্টা পর জায়েদ খানও বের হয়ে যান।