দেশজুড়ে করোনা টিকার সপ্তাহব্যাপী বিশেষ বুস্টার ডোজ কার্যক্রমের আওতায় প্রথম দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার মোট ২৮ হাজার ৪৭০ জন বুস্টার ডোজ পেয়েছেন।
শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন।
তিনি বলেন, আজ প্রথম দিনে ডিএসসিসি এলাকায় ২৮ হাজার ৪৭০ জন বুস্টার ডোজ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৩২১ জন আর নারী ১৪ হাজার ১৪৯ জন।
তিনি আরো বলেন, ডিএসসিসির অঞ্চল ১ এ বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১২৬১ জনকে, অঞ্চল ২ এ ৩৯৩৪ জনকে, অঞ্চল ৩ এ ৪২৩৭ জনকে, অঞ্চল ৪ এ ২৪২৮ জনকে, অঞ্চল ৫ এ ৬৭৮০ জনকে, অঞ্চল ৬ এ ১৫৬০ জনকে, অঞ্চল ৭ এ ১৪৫০ জনকে, অঞ্চল ৮ এ ১৭৯০ জনকে, অঞ্চল ৯ এ ২৪৪০ জনকে এবং অঞ্চল ১০ এ ২৫৯০ জনকে করোনা ভাইরাসের তৃতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।