ছবি: সংগৃহীত

সম্প্রতি নতুন ফ্য়াশন সেন্সের জন্য নেটদুনিয়ায় চর্চায় উরফি। বলা ভালো, অনেক সময় নিজের পোশাক নিজেই ডিজাইন করেন উরফি। বক্ষযুগল আকড়ে ধরেছে দুটো হাত, মাঝে একটা গোল রিং। কালো স্কার্ট পরে নেটমাধ্যমে ভিডিও শেয়ার করেছেন উরফি।

তার এই ভিডিয়ো হু-হু করে ভাইরাল। ছক ভাঙাতেই যে তার আনন্দ। একদিন প্রায় বিনাপোশাকে তো পরেরদিনই একসঙ্গে দুটি প্যান্ট পরে দেখা মেলে তার। কেউ হাসলেও, ভারি বয়েই গেল উরফির।

A post shared by Uorfi (@urf7i)

বলিউডে কোনো কাজ না করলেও বলিউড নায়িকাদের চেয়ে কোনো অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি। পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন তিনি। কেউ কেউ তার প্রশংসা করেন, আবার কেউ কেউ তার স্টাইল একেবারেই পছন্দ করেন না।

কাটা-ফাটা পোশাক পরে হামেশাই চর্চায় থাকেন বিগ বস ওটিটি খ্যাত এই অভিনেত্রী। তবে জনপ্রিয়তার সঙ্গে বিতর্কও কম হয়নি উরফিকে নিয়ে। উরফির পরনে এই পোশাক দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘অদ্ভূত জানোয়ার তো।’ অপর এক নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘ভাগ্যবান হাত’। কেউ লিখেছেন, ‘এসব আবার কী?’