ফাইল ছবি

বৃহস্পতিবার সকালে আলেকজান্ডার-সোনাপুর সড়কের উপজেলার আজাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চরকলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে ৪০ বছর বয়সী বেলাল হোসেন ও একই গ্রামের এনামুল হকের ছেলে ৩৮ বছরের গিয়াস উদ্দিন।

স্থানীয়রা জানায়, মাছবোঝাই পিকআপ নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন জেলেরা। আলেকজান্ডার-সোনাপুর সড়কের উপজেলার আজাদনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বেলাল নিহত হন। আহত হন আরো চারজন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে গিয়াসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।