দর্পণ ডেস্ক : রাশিয়ার জাতীয় বিমান সংস্থা এরোফ্লোট বেলারুশ ছাড়া আন্তর্জাতিক প্রায় সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। ৮ মার্চ থেকে এই নির্দেশ কার্যকর হবে। এক্ষেত্রে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত বাধার কথা বলা হয়েছে। তবে অভ্যন্তরণীয় রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয়, রাশিয়ার বিমান সংস্থার জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও কানাডা। এর ফলে এই বিমানের গন্তব্য মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য রুটে চলাচলও কঠিন হয়ে পড়েছে।
পাল্টা হিসেবে রাশিয়াও তার আকাশসীমা নিষিদ্ধ করেছে। রাশিয়ার বিমান শিল্পের বিরুদ্ধেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে। এ কারণে এরোফ্লোট এবং রাশিয়ার অন্যান্য বিমান সংস্থা স্বাভাবিকভাবে পরিচালনা খুবই কঠিন হয়ে পড়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.