স্টাফ রিপোর্টার : কথিত মুসলিম মৌলবাদী সংগঠনের ধ্বংসাত্মক কার্যকলাপ সম্পর্কে নিউজ করাই কাল হয়েছে দৈনিক দর্পণ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ফারজানা মোবারক জনির জীবনে। অফিসের এ্যাসাইনমেন্ট মোতাবেক গত ১৯ ফেব্রুয়ারি শনিবার নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত সায়দাবাদ ও পান্থশালা চরাঞ্চলের বাসিন্দাদের জীবন যাত্রার ওপর একটি প্রতিবেদন তৈরি করার জন্য ঘটনাস্থলে যান দৈনিক দর্পণ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ফারজানা মোবারক জনি ও তার সহকর্মী সাব-এডিটর মোঃ আঃ সালাম। চরাঞ্চলের মানুষের জীবনে পাওয়া না পাওয়া, তাদের সুবিধা-অসুবিধা, জীবন যাত্রার মান ইত্যাদি বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করে সহকর্মী মোঃ আঃ সালামসহ ফেরার পথে পথিমধ্যে নরসিংদী জেলায় রায়পুরা থানার অন্তর্গত রায়পুরা বাজার পান্থশালা ব্রিজের কাছে পৌঁছামাত্র আগে থেকে ওতপেতে থাকা আনুমানকি দুপুর ১:৩০ মিনিটে অজ্ঞাতনামা ৩৫ বছর বয়স্ক পাঞ্জাবী পড়া হুজুর টাইপের লোকগুলো ফারজানা মোবারক জনির পরিচয় সাংবাদিক জেনে গালিগালাজ করে বলে, তুই ইসলাম, পীর বাবা, মাওলানা, জিহাদ, ওয়াজ মাহফিল ও হুজুরদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ধর্ম অবমাননাকর লেখা লেখিস। তোকে জানে মেরে ফেলবো বলে ফারজানা মোবারক জনিকে ধাক্কা দিলে সহকর্মী মোঃ আঃ সালাম তাকে রক্ষা করেন। পুনরায় মুসলিম মৌলবাদী সন্ত্রাসীরা ফারজানা মোবারক জনিকে মারতে তেড়ে আসলে তাদের চিৎকারে অটোচালক দীন ইসলাম ও আশপাশের লোকজন চলে আসলে অজ্ঞাতনামা মুসলিম মৌলবাদী সস্ত্রাসীরা বলে, তোকে আমরা দীর্ঘদিন ধরে নজরে রেখেছি, আজকে বেঁচে গেলি, বাংলাদেশের যেখানে পাবো তোকে এবং তোর বাচ্চাদেরসহ জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।
ফারজানা মোবারক জনি সহকর্মী মোঃ আঃ সালামকে নিয়ে উক্ত হত্যার হুমকি জানিয়ে অজ্ঞাতনামা মুসলিম মৌলবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি জিডি করেন। জিডি নং-১৩৪০, তারিখ-১৯/০২/২০২২ইং, থানা রায়পুরা। প্রকাশ থাকে যে, পূর্বেও ইসলাম ধর্ম ব্যবসায়ী ও মুসলিম মৌলবীদের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কার্যকলাপ সম্পর্কে পত্রিকায় রিপোর্ট করার কারণে ফারজানা মোবারক জনিকে বাসায় এসে সপরিবারে হত্যার হুমকি দিয়েছিল মুসলিম মৌলবাদী সন্ত্রাসীরা।