দর্পণ ডেস্ক :
ঈশ্বরদী (পাবনা) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস ২০২২ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র ইসাহাক মালিথা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রশিদুল্লাহ, সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুগ্ন সম্পাদক মুরাদ আলী মালিথা, যুগ্ন সম্পাদক সাইফুজ্জামান পিন্টু, পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা গালিবুর রহমান শরীফ, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি সাধারণ সম্পাদক সুমন দাস ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজান মালিথা সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।এর আগে উপজেলার স্টেশন রোডে আওয়ামী লীগের কার্যালয় এর সামনে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় ওও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : জেলার সুন্দরগঞ্জে শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে ও উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সুন্দরগঞ্জ প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ভাষা শহীদদের স্মরণে বক্তব্য রাখেন এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, ভাইস চেয়ারম্যান সফিউল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা, চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফরিদপুর : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারেরা বুকের রক্ত দিয়েছিলেন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে। ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ। দিবসের প্রথম প্রহরে রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ফরিদপুর শহরের ঝিলটুলি অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।
শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদ মিনারে প্রথমে সদর ৩ আসনের সাংসদ, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী। পরে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক অতুল সরকার এর নেতৃত্বে কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান (বিপিএম) এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতি, প্রেসক্লাব, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এদিকে সকাল ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রভাত ফেরি নামে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে শহীদ মিনারে এসে শেষ হয়। এছাড়া দিনটি উপলক্ষে বাদ জোহর এবং সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় প্রার্থনার আয়োজন করা হয়।
কালীগঞ্জ (লালমনিরহাট) : মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,প্রেস ক্লাব রিপোর্টাস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২.০১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান ও সহকারি কমিশনার(ভুমি) ইসরাত জাহান ছনি, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ রশীদুজ্জামান,কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তালেব মোঃ গোলাম রসুল, আওয়ামী লীগের সহসভাপতি সহিদার রহমানসহ অন্যান্য নেতা কর্মীবৃন্দ। এর পর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান,কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখা, বিএনপি কালীগঞ্জ উপজেলা শাখা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পুস্পার্ঘ শেষে শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
তালা (সাতক্ষীরা) : তালায় যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। গতকাল
সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তোফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ী।
বক্তব্য রাখেন তালা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি আমলকৃষ্ণ ঘোষ, যুদ্ধকালীন কমাণ্ডার আব্দুস সোবাহান, সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন,ও পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, জাদস কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ। এছাড়া ২১ শেষ ফেব্রুয়ারী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আলোচনা সভা, চিত্র অঙ্কন, রচনা প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতার সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তিনদিন ব্যাপী বইমেলার সমাপনী দিনে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। তারাগঞ্জ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে (১২ টা ০১ মিনিটে) শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কৃষকদল, যুবদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় পার্টি ও তার সহযোগী সংগঠন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক -কর্মচারী বৃন্দ ৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন। এছাড়াও তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ৫২ সালের ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি সম্মান ও বিনম্র শ্রদ্ধা রেখে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
নরসিংদী : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নরসিংদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন। গতকাল ২১ ফেব্রুয়ারি সোমবার ১২টা ১মিনিটে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবু নঈম মোহম্মদ মারুফ খান। এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম-সেবা), নরসিংদী জেলা ৭১’র সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো: হুমায়ূন কবির শাহ্সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ করেন শিক্ষক সমিতি, জেলা আওয়ামী লীগ ও অংগ-সংগঠন, কর্মকর্তা- কর্মচারী সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
পোরশা (নওগাঁ) : পোরশা উপজেলা পরিষদ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অদ্য রাত ১২টা ১ মিনিটে এক মিনিট নীরবতা পালন করে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার সকল অঙ্গ সংগঠন ও সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসন নির্বাহি অফিসার মোঃ নাজমুল হামিদ রেজা, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ পোরশা শাখা, আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, ৬ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, পোরশা থানা যুবলীগ, পোরশা থানার পুলিশের পক্ষে মোঃ শফিউল আজম খান, নিতপুর মডেল স্কুল এন্ড কলেজের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়, পোরশা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম রাজু, মোঃ ইসমাইল হোসেন ও মোঃ নাঈম উদ্দিন, সাকো এনজিও ব্যবস্থাপক সারাইগাছি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সহ সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি নতুন প্রজন্মের কাছে পরিচিতি করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। বাংলা ভাষাভাষীর জনগণের কাছে দিনটি এক গৌরবোজ্জ্বল। পৃথিবীতে এমন কোন জাতি নেই যে নিজের ভাষার জন্য জীবন দিয়েছেন। শুধুমাত্র বাঙালি জাতি ছাড়া। বক্তারা অনুষ্ঠানে সকলের মাঝে দিনটির তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এবং প্রত্যেকটা অফিস বিদ্যালয়ে পতাকা অর্ধনমিত রেখে বেলা ১১টায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কে নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।