সাবাতুন সুলতানা নিরা ঢাকা বোর্ড থেকে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.১৭ পেয়ে পাস করেছে। সে আমান হোসেন (মৃত) ও আমির জাহানের চতুর্থ সন্তান। সে সকলের দোয়া প্রার্থী।