লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড চেম্বারে স্বাস্থ্যবিধি মেনে পল্লী চিকিৎসকদের করোনা ভাইরাসসহ বিভিন্ন রোগে ওষুধের ব্যবহার সম্পর্কে একদিনের প্রশিক্ষণ কর্মশালা প্রদান করেন অপসো সেলাইন কোম্পানি।
শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সারাদেশে মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যখন মৃত্যুবরণ করছে, গ্রামের মানুষেরা জ্বরে আক্রান্ত হচ্ছে। তখন জীবনের ঝুঁকি নিয়ে করোনার কোন পরীক্ষা না করেই পল্লী চিকিৎসকরা সেই সমস্ত মানুষদের চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলছেন। বর্তমানে ওমিক্রন নতুনভাবে আবির্ভাব হয়েছে । তাই অপসো সেলাইন কোম্পানি সেই সমস্ত পল্লী চিকিৎসকদের আরও দক্ষ করে গড়ে তোলার জন্য চংধুপইল ইউনিয়নের ৩০ জন পল্লী চিকিৎসকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা চালু করেছেন। পল্লী চিকিৎসক ও সাংবাদিক সংস্থা লালপুর উপজেলার শাখার সভাপতি জামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অপসো সেলাইন কোম্পানির আর এম তানভীন আহমেদ সিদ্দিক, এরিয়া ম্যানেজার আফজাল হোসেন, এমপি ও মাসুম আহমেদ, ডাঃ মহব্বত আলী প্রমুখ।
প্রশিক্ষণে চোখের, নাকের, কানের এবং গ্যাসের ওপর দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া সকল পল্লী চিকিৎসকদের ব্যাগ, প্যাড, কলম ও দুপুরের খাবার প্রদান করা হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.