দর্পণ ডেস্ক : চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে গেলেন হেলিকপ্টারে চড়ে। এ সময় মিমের বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, একমাত্র ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন সঙ্গে ছিলেন। গত শুক্রবার ঢাকা থেকে শ্বশুরবাড়ি কুমিল্লায় যান হেলিকপ্টারে। কুমিল্লার ঈদগাহতে হেলিকপ্টার নামে। এরপর গাড়ি নিয়ে শহরের বাড়িতে পৌঁছেন। গত ৪ জানুয়ারি রাজধানীর র্যাডিসনে কুমিল্লার ছেলে সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিম। কঠোর গোপনীয়তায় এই বিবাহবন্ধন সম্পন্ন হয়। বিয়েতে শতাধিক অতিথি থাকলেও গণমাধ্যমকর্মীদের একেবারেই জানানো হয়নি এই খবর। যদিও শেষ পর্যন্ত গোপনীয়তা ধরে রাখা সম্ভব হয়নি। চিত্রনায়িকা মিম বলেন, আসলে প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছি, এটা একটা স্মরণীয় বিষয়। তাই মনে রাখার মতো কিছু বিষয় তো থাকতেই হবে। হেলিকপ্টারে এর আগে অনেকবার চড়েছি, তবে এবারের অনুভূতি একেবারে আলাদা। গত বছরের নভেম্বরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়। ওইদিন রাতে হবু বরের সঙ্গে একটি ছবি ফেসবুক পেইজে পোস্ট করে ভক্তদের এ খবর দেন মিম।
মিম জানান, ছয় বছর ধরে তাদের পরিচয় ছিল। জন্মদিনে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন। সনি পোদ্দার বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম। এদিকে বিয়ের পর ১১ জানুয়ারি মালদ্বীপে হানিমুনে যাচ্ছেন মিম।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.