দর্পণ ডেস্ক : পিরোজপুরের জেলা প্রশাসক বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হতদরিদ্র অসহায় মানুষদের মাস্ক ও শীতবস্ত্র দিয়েছেন জেলা প্রশাসক। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েক শতাধিক হতদরিদ্র মানুষ জেলা প্রশাসক বদলি আদেশ প্রত্যাহারের জন্য মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় তাদের শান্ত করার লক্ষে মাস্ক ও শীতবস্ত্র প্রদান করেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, পিরোজপুরের মানবিক ডিসির বদলি না করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায়। এ সময় সদ্য বিদায়ী জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন বলেন, দীর্ঘদিন চাকরির কারণে আপনাদের সাথে পিরোজপুরে থাকার সময়ে সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। চাকরির কারনে এখান থেকে বিদায় নিলেও আপনার যে কোন সময়ে ফোনে করলে আমাকে পাশে পাবেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.