শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ মোহাম্মদ ইকবাল হোসন সবুজ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: সামছুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, লুৎফর নাহার মেজবাহ, পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন সবুজ এমপি ইউপি নির্বাচনে সকল নেতাকর্মীদের একসাথে নৌকার পক্ষে কাজ করতে নির্দেশ দেন।