দর্পণ ডেস্ক : ‘কাঁচা বাদাম’ গানটি শোনেনি এমন বাঙালিকে খুঁজে পাওয়া যেন দায়। সামাজিক মাধ্যমে ভাইরাল ভারতের বীরভূমের ভুবন বাদ্যকারের এই গানটি এবার রানু মণ্ডল গেয়েছেন। রেল স্টেশনে বসে ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে ভুবন বাদ্যকারের মতোই ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। সেখান থেকে বলিউডের সঙ্গীত জগতে পাড়ি দেন এবং হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি’ গান গেয়ে রীতিমত বিখ্যাত হয়ে যান। যদিও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি রানু। ফিরতে হয়েছে পুরোনো জীবনে। এদিকে ভুবন বাদ্যকারের ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গান শুনেছেন লাখো মানুষ। অনেক ইউটিউবার তার সঙ্গে দেখা করেছেন। তার সাক্ষাতকার নিয়ে ভিডিও বানিয়েছেন। তবে এতে আপত্তিও জানিয়েছেন ভুবন। থানায় গিয়ে তিনি অভিযোগ করেছেন, ইউটিউবে তার গানের স্বত্ত্ব অন্যদের নামে সংরক্ষিত। অথচ তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই ইউটিউবে। দু’সপ্তাহ ধরেই গানটি ফেসবুক, টিকটক, ইউটিউবে ভাইরাল হওয়ায় অনেকে সেখান থেকে অর্থ উপার্জন করলেও গানের স্রষ্টা ভুবন কোনো অর্থ পাননি। গানের শিল্পী হিসেবে তার নামও অনেকে উল্লেখ করছেন না।