দর্পণ ডেস্ক : মিয়ানমারের ক্ষমতা দখলকারী জান্তা সরকার পরিচালিত একটি আদালত দেশটির নেত্রী অং সান সুচির রায় ঘোষণা পিছিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) ক্ষমতাচ্যুত এই নেত্রীর বিরুদ্ধে প্রথম রায় ঘোষণার কথা ছিলো। কিন্তু এদিন আগামী ৬ ডিসেম্বর রায় ঘোষণা হবে বলে জানান আদালত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় তাকে গ্রেফতার করে কারাগারে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। গত জুনে তার বিচার শুরু হয়। তবে সব শুনানি রুদ্ধ দ্বার আদালতে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার জান্তার আদালতে সুচির বিরুদ্ধে কোভিড-১৯ বিধি ভঙ্গ এবং উস্কানির অভিযোগের মামলার রায় ঘোষণার কথা ছিলো। তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। সুচির সমর্থকেরাও বলছেন রাজনৈতিক উদ্দেশে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গত জুন থেকে রাজধানী নেপিদোর বিশেষ সামরিক আদালতে এসব মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
অবশ্য রায়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের জান্তা সরকার অথবা রাষ্ট্রীয় গণমাধ্যমও কোনো তথ্য সামনে আনেনি। একইসঙ্গে এ বিষয়ে মুখ না খুলতে আসামিপক্ষের আইনজীবীদের ওপরও নির্দেশ দেয়া হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.