দর্পণ ডেস্ক : প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ মিললো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্ব চললেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রতিযোগিতাটি বাতিল হয়েছে। তবে বাংলাদেশের র‌্যাংকিং বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের ৪ মার্চ ২০২২ থেকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। মূলত গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়েদের র‌্যাংকিংয়ে থাকা সেরা ৮ দলকে নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দেখা দেয়ায় জিম্বাবুয়ের হারারেতে চলমান ওয়ানডে নারী বিশ্বকাপ বাছাই পরিত্যক্ত ঘোষণা করেছে আইসিসি। যার কারণে বাছাই পর্বে বি-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। তাদের সঙ্গে বাছাইপর্ব থেকে যোগ দিচ্ছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। গত শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটির হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘এই আসরের বাকি খেলাগুলো বাতিল করতে হচ্ছে দেখে আমরা অত্যন্ত দুঃখিত। তবে খুব সংক্ষিপ্ত সময়ে আফ্রিকার অনেকগুলো দেশের কাছ থেকে ভ্রমন নিষেধাজ্ঞা এসেছে। যে কারণে অংশগ্রহণকারী দেশগুলো দেশে ফিরতে না পারার একটা শঙ্কা ছিল।’