দর্পণ ডেস্ক : ৩ ডিসেম্বর বিকেল ৪টায় দুবাইয়ের শারজাহ স্টেডিয়ামে গান পরিবেশন করতে যাচ্ছেন ফারিয়া। প্রথমে ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’- এ তিনটি গান পরিবেশন করবেন তিনি। পরে নিজের অভিনীত দুটি গানের সঙ্গে নৃত্যও পরিবেশন করবেন ‘আশিকী’ তারকা। তিনি বলেন, কালই দুবাইগামী বিমানে উঠব। প্রথম দিকে উপস্থাপিকা হিসেবে এসব অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম। এরপর অভিনেত্রী হিসেবে গিয়েছি অনেক জায়গায়, এবার গায়িকা হিসেবে আমন্ত্রিত হয়েছি। ৬ ডিসেম্বর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিংয়ে অংশ নেব। তাই ৫ ডিসেম্বরেই ঢাকা ফিরতে হবে। নুসরাত ফারিয়ার অনুষ্ঠানের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে আজ থেকে। ফারিয়া জানান, অনুষ্ঠানটির নাম ‘বাংলাদেশ-ইউএই ফ্রেন্ডশিপ ফেস্টিভাল ২০২১’।