দর্পণ ডেস্ক : সেক্স-টেপ কাণ্ডে অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছরের জেল হয়েছে ফ্রান্স তারকা করিম বেনজেমার। সাবেক সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার সঙ্গে জড়িত থাকায় তাকে এক বছরের স্থগিত জেল দেয়া হয়েছে। সঙ্গে ৭৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। ৩৩ বছর বয়সী বেনজেমা ও পাঁচ ব্যক্তির বিরুদ্ধে গত মাসে বিচার শুরু হয়। ২০১৫ সালের জুনের ওই কান্ডে জাতীয় দলে জায়গাও হারিয়েছিলেন তিনি। ওই সময় বেনজেমা ও ম্যাথিউ ভালবুয়েনা একই ক্যাম্পে ছিলেন। তখন ব্ল্যাকমেইলারকে টাকা দিয়ে দিতে বলেন বেনজেমা। ব্ল্যাকমেইলারের মধ্যস্ততাকারী হিসেবে বেনজেমার থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। নিজের বিরুদ্ধে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন বেনজেমা। ভালবুয়েনাকে সাহায্য করতে চেয়েছিলেন বলে দাবি ছিল তার। রায় ঘোষণার সময় আদালতেও হাজির ছিলেন না তিনি। ছিলেন না ম্যাথিউ ভালবুয়েনাও। গ্রিসের ক্লাব অলিম্পিকায়োসের হয়ে খেলায় ব্যস্ত ছিলেন তিনি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.