দর্পণ ডেস্ক : গুলিস্তানে হল চত্বরের সামনে রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৮) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী আবদুল্লাহ আল নোমান তিনি জানান, গুলিস্তান হল চত্বরে রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন নাঈম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তান হল চত্বরে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন নাঈম। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।