দর্পণ ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী সারিকা সাবরিন আবারো নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি একক নাটকের শুটিং করলেন এ অভিনেত্রী। নাটকের নাম ‘মায়ায় থেকো’। সিলেটের বিয়ানীবাজারে এর শুটিং হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর গল্পে দেখা যাবে, মা ও তার আদরের ছেলে গ্রামে থাকে। মা ঘরের বাইরে বের হলে বোরকা পরেন। মুখ ঢেকে রাখেন। মায়ের কোথাও যাওয়ার প্রয়োজন থাকলে ছেলে মোটরসাইকেল চালিয়ে তাকে নিয়ে যায়। ছেলেটির প্রেমিকা আছে। মেয়েটি সবসময় ওড়না দিয়ে মাথা ঢেকে রাখে। তার সঙ্গে ছেলের মায়ের দারুণ সম্পর্ক গড়ে ওঠে। এতে প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন সারিকা। তার বিপরীতে ছিলেন মুশফিক আর. ফারহান। আর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মনিরা মিঠু। রাজের পরিচালনায় সবশেষ ছয়-সাত বছর আগে ‘আমি তুমি’ নাটকে কাজ করেছিলেন সারিকা। ‘মায়ায় থেকো’ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, নাটকটি নির্মিত হয়েছে আবেগময় পারিবারিক একটি গল্প নিয়ে। কাজটি করে বেশ ভালো লেগেছে। কারণ অনেকদিন পর রাজের পরিচালনায় অভিনয় করলাম। আর আমার দুইজন সহশিল্পী ফারহান ও মনিরা মিঠু এক কথায় দুর্দান্ত। ভালো একটি কাজ হয়েছে সবমিলিয়ে। আশা করি দর্শকদের ভালো লাগবে। ‘মায়ায় থেকো’ নাটকটি প্রযোজনা করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে এ বছরেই মুক্তি পাবে এ নাটক।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.