গত ৩ নভেম্বর বুধবার দৈনিক দর্পণ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ফারজানা মোবারক জনির নামে ‘ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে ইসলামী মৌলবাদী গোষ্ঠী কিভাবে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তা তুলে ধরা হয়। ইসলাম শব্দটি ব্যবহার করে সাধারণ ধর্মপ্রাণ মানুষের মাঝে অন্যান্য ধর্মের মানুষদের শত্রু হিসেবে তুলে ধরছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ইসলাম ধর্ম ব্যবসায়ীদের এই অসৎ উদ্দেশ্য যাতে বাস্তবায়ন না হয় তার ওপর ভিত্তি করেই উক্ত প্রতিবেদনটি লেখা হয়। অসৎ মৌলবাদী ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দলের কর্মকাণ্ড প্রতিবেদন আকারে লেখার কারণে ৪ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের দিকে স্টাফ রিপোর্টার ফারজানা মোবারক জনির মতিঝিল থানাধীন বাসায় অজ্ঞাতনামা ৩/৪ জন মুসলিম মৌলবাদী সন্ত্রাসীরা তাকে সপরিবারে হত্যার হুমকি দেয় এই প্রতিবেদন লেখার কারণে। এমনকি পুনরায় ইসলাম ধর্ম ও ইসলামী রাজনৈতিক দলের বিরুদ্ধে কোন প্রতিবেদন লিখলে সপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা। ফারজানা নিজের ও পরিবারের সন্তানদের নিরাপত্তার স্বার্থে মতিঝিল থানায় একটি জিডি করেন। জিডি নং-৩৭০, তারিখ ০৫-১১-২০২১। প্রকাশ থাকে যে ফারজানা মোবারক জনির স্বামী মোঃ মোবারক উল্লাহ মন্টিকে (সাংবাদিক) অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হত্যা করেন ২২ মার্চ ২০১৫।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.