দর্পণ ডেস্ক : নুসরাত ফারিয়া গত মাসেই ঘোষণা দিয়েছেন। এবার জানা গেল দিনক্ষণ। আগামী ৭ নভেম্বর আসছে এই গায়িকা-নায়িকার নতুন গান `হাবিবি’। ভারতের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ২ নভেম্বর প্রকাশ করেছে এর টিজার। নিজেদের ফেসবুক পেজে ক্যাপশনে লিখেছে, ‘রানি যখন মঞ্চ আগুন ধরিয়ে দেন’! সেখানেই জানানো হয়, গান অবমুক্তের দিন তারিখ।
এদিকে, ফারিয়া গানটি প্রসঙ্গে বললেন, এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। এটি আইটেম সংয়ের ঢঙে সুর করা হয়েছে। মুম্বাইয়ে আস্ত এক মহলে এর শুটিং করেছি। আমি বলব যে, এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনোরকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি। নূর নবীর কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন আদিব কবির। এর ভিডিও পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.