দর্পণ ডেস্ক : স্রোত বৃদ্ধি পাওয়ায় পদ্মা সেতুর নিরাপত্তায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সোমবার দুপুর থেকে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। গত কয়েকদিনের তুলনায় স্রোতের বেগ বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ-এর মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান, যখন ফেরি চালু করা হয়েছিল তখনকার তুলনায় গত কয়েকদিনে নদীতে স্রোত কিছুটা বেড়েছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোত কমলে ফেরি আবার চলবে। এর আগে, এক টানা ৪৭ দিন বন্ধ থাকার পর ৫ অক্টোবর ভোর থেকে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ছয় দিন পরই আবার বন্ধ হলো ফেরি চলাচল।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.