দর্পণ ডেস্ক : তানজানিয়ান সাহিত্যিক আব্দুলরাজাক গুরনাহ সাহিত্যে নোবেল পেয়েছেন। এক বিবৃতিতে বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে নোবেল কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, উপনিবেশবাদ এবং শরনার্থীদের ভাগ্য নিয়ে আপোষহীন ও সহানুভূতিশীল লেখার কারণে তাকে নোবেল দেয়া হয়েছে। সাহিত্যে নোবেল প্রদানের যে কমিটি রয়েছে তার চেয়ারম্যান আন্দের্স অলসন বলেন, আব্দুলরাজাক হচ্ছেন উপনিবেশিক যুগের পরে বিশ্বের সবথেকে বড় লেখকদের একজন। নোবেল জয়ের কারণে তিনি পাচ্ছেন একটি গোল্ড মেডেল ও ১.১৪ মিলিয়ন ডলার।
তানজানিয়ায় বেড়ে উঠলেও ১৯৬০ সালের পর শরণার্থী হিসেবে ব্রিটেনে যান আব্দুলরাজাক। তিনি ক্যান্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন মার্কিন কবি লুইস গ্লুক। সাহিত্যের নোবেল পুরস্কার জয়ী বাছাই কমিটি সুইডিশ একাডেমিতে যৌন নিপীড়নের ঘটনার পর ২০১৮ সালে সাহিত্যের নোবেল স্থগিত রাখা হয়। সুইডিশ একাডেমির এক সদস্যের যৌন নিপীড়নের ঘটনা ফাঁস হওয়ার পর কমিটি থেকে পদত্যাগ করেন বেশ কয়েকজন সদস্য। এরপরে নোবেল ফাউন্ডেশনের আস্থা ফিরে পেতে কমিটিতে ব্যাপক রদ-বদল এনে। অবশেষে গত বছর সুইডিশ একাডেমি একসঙ্গে দুই বছরের সাহিত্যের নোবেল জয়ীদের নাম ঘোষণা করে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.