দর্পণ ডেস্ক : আগামী ১ ডিসেম্বর থেকে ১২০টি নতুন বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’ নামে বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপ চালু হচ্ছে। রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের ঘাটারচর টু কাঁচপুর চলবে এ পরিবহন। প্রায় ২১ কিলোমিটার এ রুটে প্রতি কিলোমিটারে যাতায়াত ভাড়া পড়বে ২ টাকা ২০ পয়সা। মঙ্গলবার দুপুরে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এসব তথ্য জানান। নগর ভবনের বুড়িগঙ্গা হলে ওই সভা অনুষ্ঠিত হয়। মেয়র বলেন, নগর সড়কে শৃঙ্খলা আনতে গত এক বছর অক্লান্ত পরিশ্রম করেছি আমরা। বিষয়টি খুবই কঠিন ছিল। এখন লক্ষ্যের কাছে আছি। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত পাইলটিং রুট নির্ধারণ করেছি। এ রুটে নতুন নিয়ম বাস চলাচল করবে। তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর এ রুটে বাসে যাতায়াত শুরু হবে। বাসগুলো জয়েন ভেঞ্চারের মাধ্যমে পরিচালিত হবে। পরে পুরো ঢাকায় কয়েকটি কোম্পানির মাধ্যমে চলবে।
নতুন এ রুটে কোনো পুরোনো বাস থাকবে না জানিয়ে মেয়র তাপস বলেন, এখন এ রুটে যেসব বাস চলছে, সেগুলো ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা। বাকিগুলো উঠিয়ে নেয়া হবে। বহরে নতুন বাস যোগ হবে।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় গণপরিবহনে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এর মাধ্যমে নগরে গণপরিবহনে শৃঙ্খলা আসবে। নতুন এই রুটে ৪০টির বেশি যাত্রী ছাউনি করা হবে। বাস বে হবে ১৬টি। এছাড়া এ রুটের বাসগুলোর রং কী হবে, তা আগামী ১৪ অক্টোবরের মধ্যে জমা দিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। পরে ২০ অক্টোবর বাসের রং নির্ধারণ করা হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.