দর্পণ ডেস্ক : পর্নো ছবি তৈরির অভিযোগে প্রায় দুই মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়েছেন ভারতের আলোচিত ব্যবসায়ী ও অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা। গতকাল সোমবার তাকে জামিন দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট। এরপর মঙ্গলবার সকালে মুম্বাইয়ের জেল থেকে হেঁটে বেরিয়ে আসেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। জেলের এক কর্মকর্তা বলেছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার সামান্য পরে আর্থার রোডের জেল থেকে মুক্তি পান রাজ কুন্দ্রা। এ সময় তিনি বেরিয়েই অপেক্ষমাণ একটি লাল গাড়িতে উঠে দ্রুততার সঙ্গে চলে যান।
এর আগে সোমবার ৫০ হাজার রুপির বিনিময়ে তার জামিন আবেদন মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসবি ভাজিপালে।
রাজ কুন্দ্রার সহযোগী এবং পর্নোকা-ে অভিযুক্ত রায়ান থর্পকেও গ্রেপ্তার করা হয়েছিল ১৯ শে জুলাই। তাকেও আদালত জামিন মঞ্জুর করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, পর্নো ছবি ধারণ করে তা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ছড়িয়ে দিতেন। গ্রেপ্তারের পর বিচার বিভাগীয় হেফাজতে মধ্য মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি ছিলেন ৪৬ বছর বয়সী ব্যবসায়ী রাজ কুন্দ্রা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.