দর্পণ ডেস্ক : হাসপাতাল থেকে বাসায় ফেরার সাতদিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলে। গতকাল শুক্রবার তাকে ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭০ বছর বয়সী এই তারকাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। চলতি মাসের শুরুতে তার কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর সাতদিন আগে তাকে হাসাপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিইউ কেন্দ্রে ভর্তি করা হয়।
তিনবারের এই বিশ্বকাপজয়ী এই তারকার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে তার মেয়ে। সবাইকে আশ্বস্ত করে পেলের মেয়ে কেলি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে পোস্ট দিয়েছেন। পেলের সঙ্গে তোলা ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘বিশ্বব্যাপী অনেকেই আমার বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাদের আর অস্থিরতার মধ্যে রাখতে চাই না। তিনি স্বাভাবিক আছেন। স্বাভাবিকভাবেই সেরে উঠছেন।’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.