দর্পণ ডেস্ক : চিত্র নায়িকা শাবনূর ঢাকাই ছবির প্রাক্তন জনপ্রিয়দের একজন। ক্যারিয়ারের আকাশচুম্বী জনপ্রিয়তার পর পরই বেছে নিয়েছেন প্রবাস ও সংসার জীবন। এরপরই ভক্তদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। তবে সে দূরত্ব কমাতে এবার ইউটিউবার হিসেবে হাজির হচ্ছেন এই তারকা। নিজেই ভিডিও বার্তা দিয়ে সেটা জানান দিয়েছেন। গতকাল মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে সেই ভিডিও পোস্ট করেন।
শাবনূর জানান, শুধু তিনিই নন, তার সঙ্গে কাজ করবে তিনজন খুদে ইউটিউবার। তাদের মধ্যে আছে তার ছেলে আইজানও।
এই চিত্রনায়িকা ভিডিওবার্তায় বলেন, ‘বন্ধুরা তোমাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। ভালোবাসা পেতে চাই। এবং আমার একটা ছোট্ট কথা আছে। আমাদের ছোট্ট ছোট্ট টিমের সাথে পরিচয় করিয়ে দিতে চাই।’ এরপরই তিনজন খুদে ইউটিউবার তাদের পরিচিতি নিয়ে সামনে আসে। বাকি দুজনের নাম ইহান ও ইনাইয়া। শুধু ইউটিউব নয়, শাবনূরকে পাওয়া যাবে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও। সে ঘোষণাটাও রয়েছে ভিডিওবার্তায়।
শাবনূর জানান, তার জীবনের ডায়েরি খুব শিগগিরই ইউটিউবে আপলোড হবে। পাশাপাশি মজার ও রুচিশীল কনটেন্টও ভক্তদের জন্য পর্যায়ক্রমে আসবে।