দর্পণ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-২০তে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। শেষ ম্যাচে ছিলেন বিশ্রামে। আর তাতে নেতিবাচক ফল পেলেন তিনি। টি-২০তে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন আফগানিস্তানের মোহাম্মদ নবীর কাছে।
সাকিবের অবনমন হলেও দুই ধাপ উন্নতি হয়েছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফর্ম করে দীর্ঘ তিন বছর পর শীর্ষে উঠেছিলেন সাকিব। পেছনে ফেলেছিলেন আফগানিস্তানের টি-২০ অধিনায়ক মোহাম্মদ নবীকে। মাস পেরোতে সেই নবীর কাছেই সিংহাসন হারালেন সাকিব।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দুই টি-২০, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ ও আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের পর পারফরম্যান্স বিবেচনায় বুধবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-২০র পরও শীর্ষে ছিলেন সাকিব। তবে চতুর্থ ম্যাচে ছন্দে ছিলেন না তিনি। ২৫ রান দিয়ে নিতে পারেননি কোনো উইকেট। ব্যাট হাতে করেন মাত্র ৮ রান। পঞ্চম টি-২০ একাদশে ছিলেন না সাকিব। ২৭৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ২৮৫। তৃতীয় স্থানে রয়েছেন স্কটল্যান্ডের বেরিংটন। রেটিং পয়েন্টে বেশ পিছিয়ে রয়েছেন এই স্কটিশ অলরাউন্ডার, ১৯৪। ১৩০ রেটিং নিয়ে ১০ নম্বরে রয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.