দর্পণ ডেস্ক : টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে চমক বলতে তেমন কেউ নেই।
তবে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তরুণ শামীম হোসেন, লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদরা। ১৯ সদস্যের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। তবে পেসার রুবেল ও লেগস্পিনার আমিনুল ইসলাম দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে সফর করবেন।
এদিকে দল ঘোষণা হলেও কোয়ারেন্টিন শুরুর পাঁচদিন আগ পর্যন্ত দলে পরির্বতন আনার নিয়ম রেখেছে আইসিসি।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাশ, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম।