দর্পণ ডেস্ক : ভেঙে গেলো শিখর ধাওয়ানের সংসার। ৯ বছর একসঙ্গে থাকার পর এই ভারতীয় ওপেনারের সদ্য সাবেক স্ত্রী আয়েশা মুখার্জি নিশ্চিত করেছেন বিচ্ছেদের খবর। দুজনের এক ছেলে সন্তান রয়েছে। ২০০৯ সালে অস্ট্রেলিয়া প্রবাসী আয়েশার সঙ্গে পরিচয় ধাওয়ানের। ১০ বছরের বড় ডিভোর্সি আয়েশা মুখার্জিকে দুই সন্তানসহ বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান শেখর ধাওয়ান। ২০১২তে মেলবোর্নে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ধাওয়ান-আয়েশা। ৪৬ বছর বয়সী আয়েশা এর আগে বিয়ে করেছিলেন অস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীকে। আগের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে অপেশাদার বক্সার আয়েশার। বিচ্ছেদের পর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। সেটিও ভেঙে গেলো প্রায় ৯ বছরের মাথায়।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধাওয়ানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর জানিয়ে আগেবঘন পোস্ট দিয়েছেন আয়েশা। সেখানে তিনি লিখেছেন, ‘আমার মনে হয়েছিল বিচ্ছেদ একটা খুব খারাপ শব্দ। আমার দ্বিতীয়বার বিয়ে ভেঙে যাওয়ার পর আর তা মনে হয় না। প্রথমবার বিয়ে ভাঙার সময় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি বোধ হয় ভুল করে ফেলেছি। নিজেকে স্বার্থপর মনে হয়েছিল। মনে হয়েছিল বাবা-মায়ের সম্মান নষ্ট করছি। বিচ্ছেদ এতটাই খারাপ শব্দ বলে মনে হত তখন।’
তিনি আরও লেখেন, ‘দ্বিতীয়বার এই ভয় আরও বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল, দ্বিতীয়বারও আমি পারলাম না। বিয়ে, সম্পর্ক আমার কাছে এসবের মানে কী?’
বিবাহ বিচ্ছেদ নিয়ে এখনো কিছু জানাননি ধাওয়ান। ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন ব্যস্ত আইপিএল প্রস্তুতি। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামার জন্য আরব আমিরাতে দলের সঙ্গে রয়েছেন তিনি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.