দর্পণ ডেস্ক : লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়ামার গাদ্দাফির তৃতীয় ছেলে ছেলে সাদি গাদ্দাফি জেল থেকে মুক্তি পেয়েছেন। গতকাল রোববার দেশটির বিচার মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপি’কে এ খবর নিশ্চিত করেছে। তিনি এখনো দেশে আছেন কি-না সে সম্পর্কে কিছু বলা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মুক্তি পাওয়ার পরই তিনি একটি বিমানে করে তুরস্কের ইস্তাম্বুলে চলে গেছেন।
প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, দেশে থাকা কিংবা দেশ ছেড়ে যাওয়া উভয় শর্তেই তাকে মুক্তি দেয়া হয়েছে এবং সমঝোতার মাধ্যমে মুক্তি পেয়েছেন সাদি গাদ্দাফি। ওই সমঝোতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন উপজাতির বিভিন্ন গোষ্ঠীর সিনিয়র নেতারা ও প্রধানমন্ত্রী আবদুল হামিদ।
পিতা মুয়ামার গাদ্দাফির শাসনামলে সাদি গাদ্দাফি (৪৭) তার প্লে বয় লাইফ স্টাইলের জন্য বিখ্যাত ছিলেন। তাকে ত্রিপোলির কারাগারে বন্দী রাখা হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং ২০০৫ সালে লিবিয়ার ফুটবল কোচ বশির আল-রায়ানি হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে সাদি গাদ্দাফির বিরুদ্ধে। সে সময় নাইজারে পালিয়ে গিয়েছিলেন এক সময়ের পেশাদার ফুটবলার সাদি গাদ্দাফি। পরে নাইজার থেকে তাকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।
মুয়ামার গাদ্দাফি ২০১১ সালে জনবিক্ষোভের মুখে ক্ষমতা হারান এবং পরে তাকে হত্যা করা হয়। অন্যদিকে লিবিয়ায় আটক তার আরেক ভাই সাইফ আল গাদ্দাফি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। সূত্র: এএফপি, আলজাজিরা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.