দর্পণ ডেস্ক : লিওনেল মেসিকে স্কোয়াডে রেখেছিলেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। রেঁসের বিপক্ষে অবশ্য মেসিকে একাদশে রাখেননি তিনি। ম্যাচের ৬৬তম মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। পিএসজি অভিষেকে দলের জয়ে অবদান রাখা হয়নি আর্জেন্টাইন সুপারস্টারের। ফরাসি লিগ ওয়ানে পিএসজির জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার জোড়া গোলে রেঁসকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।
মেসি মাঠে নামার আগেই ২-০ গোলের লিড নেয় পিএসজি। ১৬তম মিনিটে আনহেল ডি মারিয়ার ক্রসে হেডে বল জালে জড়ান এমবাপ্পে। ৬৩তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ডান দিক থেকে আক্রমণে ওঠা আশরাফ হাকিমি কিছুটা এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে বল বাড়ান, ছুটে গিয়ে অনায়াসে টোকায় বাকি কাজ সারেন বিশ্বকাপ জয়ী তারকা। ম্যাচের প্রায় ৩০ মিনিট (অতিরিক্ত সময়সহ) খেলেন মেসি। শেষ ৩০ মিনিটে মেসি ২৬ বার বল স্পর্শ করেন, ২০টি সঠিক পাস দেন আর তবে গোলমুখে শট নেননি একটিও।