দর্পণ ডেস্ক : বাংলা গানের কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোর চলে যাওয়ার এক বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে ২০২০ সালের ৬ জুলাই পৃথিবী ছেড়ে বিদায় নেয় সবার প্রিয় এন্ড্রু কিশোর।

শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর ২০১৯ সালের সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। কয়েক মাস ধরে সেখানে তার চিকিৎসা চলে। সিঙ্গাপুরের চিকিৎসা শুরুর কয়েক মাস তার অবস্থা কিছু ভালো হলেও শেষ দিকে এসে আবার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে দেশে ফেরেন তিনি।

১৯৬২ সালে শিশু শিল্পী হিসেবে রাজশাহী বেতারে তালিকাভুক্ত হন এন্ড্রু কিশোর। প্রেম, বিরহ, হাসি, কান্না, সুখ, দুঃখ বিচিত্র সব অনুভূতির হাজারো সুরের গান গেয়েছেন এন্ড্রু কিশোর। এ গানের জন্যই তিনি পেয়েছেন প্লেব্যাক সম্রাটের উপাধি, পেয়েছে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকীতে তার ঘনিষ্ঠ বন্ধু, প্রখ্যাত উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত আবেগাপ্লুত হয়ে পড়েছেন। তার হাত ধরেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিত খাইতেন অসংখ্য জনপ্রিয় গানের এই গায়ক।
ফেসবুকে এন্ড্রু কিশোরের সঙ্গে তোলা এবং তার সমাধির সামনে দাঁড়িয়ে তোলা ছবি শেয়ার করে প্রিয় বন্ধুকে স্মরণ করেছেন হানিফ সংকেত।