দর্পণ ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকারের পক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় সংসদের সিনিয়র যুগ্ম সচিব তারিক মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘করোনা মহামারির কারণে স্পিকার সশরীরে উপস্থিত থাকতে পারেননি। এজন্য তার পক্ষে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।’