Close-up medical syringe with a vaccine.

দর্পণ ডেস্ক : দেশব্যাপী করোনাভাইরাসের গণ-টিকাদান কর্মসূচী আজ (রবিবার) থেকে শুরু হয়েছে। গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেয়ার মধ্যে দিয়ে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হলেও মূলত আজ থেকেই টিকাদান কর্মসূচী শুরু হচ্ছে।

এর অংশ হিসেবে দেশের সহস্রাধিক হাসপাতালে টিকা দেয়া হবে চিকিৎসক-নার্সসহ সম্মুখসারির কর্মী এবং ৫৫ বছরের বেশি বয়সের নাগরিকদের।

জনগণ যাতে টিকার ওপর আস্থা রাখতে পারে সেজন্য প্রথম দিন মন্ত্রীসভার সদস্য-সহ রাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকা গ্রহণ করবেন বলে জানা যাচ্ছে। পুরো কর্মসূচীতে কাজ করবে মোট দুই হাজার ৪০০টি দল।